রবিবার ৩০ নভেম্বর ২০২৫ - ১৫:৩৫
ইরানের নৌবাহিনীতে শিগগিরই যুক্ত হচ্ছে নতুন ‘খুজেস্তান’ যুদ্ধজাহাজ

ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, নতুন যুদ্ধজাহাজ “খুজেস্তান” অতি শিগগিরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবহরে যুক্ত হবে। জাহাজটি নৌবাহিনীর দীর্ঘ-পাল্লার সামুদ্রিক মিশন পরিচালনার সক্ষমতা আরও বাড়িয়ে দেবে।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার সকালে এক বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানের প্রতিপক্ষরা দেশের ভেতরে বিভাজন সৃষ্টির মাধ্যমে জাতীয় ঐক্য দুর্বল করার চেষ্টা করছে, যা তাদের বৃহত্তর কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হতে পারে।

সামুদ্রিক অর্থনীতি ও নৌবাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরানি বাণিজ্যিক জাহাজগুলোকে নিয়মিত ও শক্তিশালী নিরাপত্তা-সহায়তা প্রদান করা হচ্ছে। আগে এসব কার্যক্রম মূলত ইরানের আশপাশের জলসীমায় সীমাবদ্ধ থাকলেও বর্তমানে নৌবাহিনী বৈশ্বিক পরিসরে ইরানি জাহাজকে এগিয়ে নিচ্ছে।

নৌ-শক্তির সামরিক ও কৌশলগত দুইমাত্রা উল্লেখ করে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, ইরানি নৌ-বাহিনীর টাস্ক ফোর্স বর্তমানে দুটি আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ করছে—একটি দূরপ্রাচ্যে এবং অন্যটি আফ্রিকার উপকূলীয় অঞ্চলে।

নৌবাহিনীর সম্প্রসারিত সক্ষমতার প্রসঙ্গে তিনি আরও জানান, “খুজেস্তান”, যা “কুর্দিস্তান” যুদ্ধজাহাজের সহোদর মডেল, দ্রুতই কমিশনপ্রাপ্ত হবে। কার্যক্রমে যুক্ত হলে এটি ইরানকে আরও বিস্তৃত ও দীর্ঘ-দূরত্বের সামুদ্রিক অভিযান পরিচালনায় সক্ষম করে তুলবে।

তিনি বলেন, সমুদ্রের সম্পদ সব জাতির জন্যই উন্মুক্ত, আর ইরানের শক্তিশালী নৌ-ক্ষমতা দেশকে এসব সম্পদ দক্ষতার সঙ্গে কাজে লাগাতে ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়তা করছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha